আলোচিত খবর

ব্রেকিং- ফের জায়েদ খানকে ‘মৃত’ বলছে

চিত্রনায়ক জায়েদ খান সোশ্যাল মিডিয়ায় ফের বিব্রতকর পরিস্থিতির

শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া এবার তাকে ‘মৃত’ বলছে।

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’ আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জায়েদের অফিসিয়াল ফেসবুক আইডিটি রিমেম্বারিং দেখাচ্ছে। সাধারণত কেউ মারা গেলে ফেসবুক

কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু দিব্যি বেঁচে আছেন এ নায়ক। ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন। এর আগেও একই কাণ্ড ঘটেছিল। এর আগে গত ২১ জানুয়ারি জায়েদ খানকে ‘মৃত’ দেখায় ফেসবুক। সে সময় এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সেক্রেটারি ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, কাজটি শয়তানে করেছে। গণমাধ্যমকে শিল্পী সমিতির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বলেন, শুধু আমার নয়; মিশা সওদাগর ভাইয়ের আইডিতেও একই অবস্থা। আমাদের কারা টার্গেট করেছে, কেন করেছে— কিছুই জানি না। একটা বিব্রতকর অবস্থা। আমি যাতে নির্বাচনি প্রচারণা না করতে পারি, সে জন্য এ কাজটি করেছে। এ কাজটি শয়তানে করেছে। এদিকে শুধু জায়েদই নয়, ওই মাসে তসলিমা নাসরিন, মিশা সওদাগর, জিয়াউল পলাশের আইডিকেও ‘রিমেম্বারিং’ করে দিয়েছিল ফেসবুক। পরে তা সরিয়েও নেওয়া হয়।

Related Articles

Back to top button