আলোচিত খবর

যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ!

প্রবল যানজট নাকি মুম্বাইয়ের অন্তত ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) যানজট ও বিয়ে ভাঙার মধ্যে যোগসূত্র নিয়ে এমনটাই

দাবি করেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজেপি নেতা সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর করা এই দাবিতে শোরগোল পড়ে গিয়েছে সকল গনমাধ্যমে। সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতার দাবি, ভারতের বাণিজ্যিক রাজধানী এবং বলিউডের জন্য বিখ্যাত মুম্বাই নগরের ব্যাপক যানজট বিবাহবিচ্ছেদ বাড়াচ্ছে। এসময় রীতিমতো এক পরিসংখ্যানও হাজির করেছেন তিনি। অমৃতা জানান, অমৃতার মুম্বাইয়ের অন্তত ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ যানজট।

তবে এই পরিসংখ্যান তিনি কোথায় পেয়েছেন, তা স্পষ্ট করে উল্লেখ করেননি। অমৃতার কথা অনেকের কাছেই ভিত্তিহীন বা হাস্যকর লাগলেও যানজট যে অসহনীয় সমস্যা, সে ব্যাপারে দ্বিমত প্রকাশ করেননি নেটিজেনরা। সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা বলেছেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ কথা বলছি। বাইরে বের হলেই রাস্তায় গর্ত, যানজটসহ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের বাসিন্দারা তাদের পরিবারকে সময় দিতে পারে না। এ কারণে ৩ শতাংশ বিবাহবিচ্ছেদ হয়।’ এ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন, অমৃতার মন্তব্যের পেছনে আসলে আছে রাজনীতি। মহারাষ্ট্র বর্তমানে চালাচ্ছে শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকার। তাদের সময় রাস্তাঘাটের বেহাল, এটা বোঝাতেই নাকি এমন অভিনব মন্তব্য অমৃতার। কিন্তু ব্যাপারটা মানতে রাজি হননি তিনি। এ বিষয়ে অমৃতার মন্তব্য, ‘ভুলে যান আমি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ নারী হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।

Related Articles

Back to top button