চিরকুমারী লতার শত শত কোটি টাকার সম্পত্তি কে পাচ্ছেন






কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর পরে তার সম্পত্তির মালিক





হবেন কারা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ জীবদ্দশায় এই গায়িকা বিয়ে





করেননি। চিরকুমারী থেকে গেছেন তিনি। করা হয়নি ঘর সংসার। যার কারণে মৃত্যুর আগে কোনো উত্তরসূরীও রেখে যাননি লতা। একেবারে আটপৌরে জীবনযাপন করতেন এই গায়িকা। অথচ ঈশ্বর তাকে কণ্ঠের সঙ্গে দিয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, লতার সম্পদের পরিমাণ ১৫ মিলিয়ন ডলার। যা ১১১ কোটি রুপির সমতুল্য। আর মাসে আয় করতেন প্রায় ৪০ লাখ টাকা। ছিল হোটেলসহ নানা ধরনের ব্যবসা। অন্য একটি সংবাদমাধ্যমের তথ্যমতে, সব মিলিয়ে লতার সম্পদ ৫০





মিলিয়ন ডলার ছাড়াতে পারে। এখন প্রশ্ন হলো, সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনও মেলেনি। দ্রুতই হয়তো জানা যাবে তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই মুখ খুলবেন তার আইনজীবী। উল্লেখ্য, ১৯২৯ সালে মধ্যপ্রদেশের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন এই ‘ভারতরত্ন’। ছোট থেকেই সংগীতের পরিবেশে বেড়ে ওঠা তার। পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের সবচেয়ে বড় সন্তান লতা। গায়িকা কৈশরে পা দিয়েই তার বাবা মারা যান। এরপর ভাই-বোনেদের দায়িত্ব অভিভাবকের মতো পালন করেছিলেন ছোট লতা। মূলত পরিবারের জন্যই চিরকুমারী ছিলেন লতা মঙ্গেশকর। বিয়ে করেননি কখনো। তবে সংসার না থাকলেও কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন এই কিংবদন্তি।