আলোচিত খবর

এবার বাড়ল ইট-সিমেন্টের দাম

নির্মাণশিল্পের অন্যতম উপকরণ ইট, সিমেন্টের দাম বেড়েছে।

বস্তাপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে কোম্পানিভেদে প্রতি বস্তা

সিমেন্ট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় বাড়তে শুরু করেছে ইটের দাম। ১ নম্বর ইট প্রতি হাজার আগে যেখানে বিক্রি হতো ৯ হাজার টাকা, এখন এটি বিক্রি হচ্ছে ১১ হাজার টাকায়। করোনার স্থবিরতা কাটিয়ে সরকারের উন্নয়ন প্রকল্পের কাজ আবারও পুরোদমে শুরু হয়েছে। পাশাপাশি নির্মাণ মৌসুম হওয়ায় এখন শহর-গ্রামে ভবন নির্মাণ বেড়েছে। তাই বাজারে এখন নির্মাণসামগ্রীর চাহিদাও বাড়ছে। তার সঙ্গে বাড়তে শুরু করেছে এসকল নির্মাণশিল্পের উপকরণের দামও। খোঁজ

নিয়ে জানা যায়, ২০ টাকা বেড়ে বাজারে এখন শাহ সিমেন্ট প্রতি বস্তা ৪২০ টাকায়। ১০ টাকা বেড়ে প্রতি বস্তা কনফিডেন্স সিমেন্ট বিক্রি হচ্ছে ৪১০ টাকা, প্রিমিয়ার সিমেন্ট প্রতি বস্তা ৪০০ টাকা। ২০ টাকা বেড়ে রুবি সিমেন্ট প্রতি বস্তা ৪৩৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ডায়মন্ড সিমেন্ট প্রতি বস্তা বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪০৫ টাকায়। শুধু এসব সিমেন্ট নয়, দেশে উৎপাদিত ২৫ থেকে ৩০টি ব্র্যান্ডের সবগুলো সিমেন্টের দামই এখন বাড়তে শুরু করেছে। সিমেন্টের ডিলাররা জানিয়েছেন, কারখানা পর্যায়ে সিমেন্টের দাম বাড়িয়ে দিয়েছেন মালিকেরা। তাই খুচরায় সিমেন্টের দাম বেড়েছে। অন্যদিকে কারখানার মালিকেরা বলছেন, ডলারের দাম বাড়ার কারণে এখন ক্লিংকার পরিবহনে জাহাজের ভাড়া বেড়েছে। পাশাপাশি ক্লিংকার ক্রয়েও বাড়তি ব্যয় হচ্ছে। তাই উৎপাদন পর্যায়ে খরচ বেড়ে যাওয়ায় সেটি সিমেন্টের দামের সঙ্গে সমন্বয় করা হয়েছে।

Related Articles

Back to top button