পটুয়াখালীতে নিহত সেনা সদস্যের বাড়িতে শোকের মাতম






স্বপ্নীল দাস, পটুয়াখালী থেকে: পটুয়াখালী বান্দরবানে সেনাবাহিনীর





সাথে সন্ত্রাসীদের গুলাগুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ





হাবিবুর রহমানের বাড়িতে শোকের ছায়া। মা বাবা, সন্তান স্ত্রী ও আত্মীয় স্বজনের আর্তনাদে ভারী হয়ে আছে আকাশ বাতাস। বান্দরবানের রুমার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত সেনা সদস্যের বাসা পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের গাজী বাড়িতে। সেনা সদস্যের মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় চলছে শোকের মাতম। শহীদ সেনা সদস্য হাবিবুর রহমানের গ্রামের বাড়ি জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতিপুর গ্রামে। সে আব্দুল





মজিদ সরদারের দ্বিতীয় সন্তান। নিহত হাবিবুর রহমান বাবা, মা, স্ত্রী ও দুই ছেলে রয়েছে। বড় ছেলে হাসিবুর রহমান (২২) সদ্য ডিপ্লোমা শেষ করে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ভর্তির অপেক্ষায় আর ছোট ছেলে হাবিব বিন হাসান (২০) সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত আছেন। নির্বাক হয়ে আছেন নিহত হাবিবের বাবা। মায়ের চিৎকারে ভারি হয়ে আসছে আকাশ বাতাস। বড় ছেলে হাসিবুর রহমান এখনও বিশ্বাস করতে পারছেন না, বাবার মৃত্যু। অভিযানে যাওয়ার আগে বড় ছেলের সাথে ফোনে কথা বলেন শহীদ হাবিবুর রহমান। বলেন, কোন দাবী থাকলে ক্ষমা করে দিও, একটা কাজে বের হচ্ছি। তারপরও দেশের জন্য নিজের পিতার প্রাণ উৎসর্গকে গর্বের সাথে নিয়েছেন ছেলে। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার শহীদ হাবিবুর রহমান ছিলেন নম্র ভদ্র ও শান্ত স্বভাবের। নতুন নিজ বাড়ির আশপাশে প্রতিবেশীদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেন। গত বুধবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১০:৩০ ঘটিকায় বান্দরবানের রুমা জোনের একটি টহল দল এর সাথে সন্তু লারমা সমর্থিত জেএসএস মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিব শহীদ হয়। এসময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত এবং একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গত রাত আনুমানিক সাড় দশটায় সেনাবাহিনীর টহল দলটি উক্ত এলাকায় পৌঁছালে পাড়ার নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করে। জবাবে সেনা টহল দলের সাহসী পাল্টা হামলায় সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস মূল দলের তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় পলায়নপর সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন এবং সৈনিক ফিরোজ নামে এক জন সেনাসদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। আহত সেনা সদস্যকে আজ সকালে রুমা হতে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।