দেশের-খবর

ওয়াসার পানির দাম বাড়লো তিনগুণ

রাজশাহী ওয়াসার পানির দাম এক লাফে তিন গুন বেড়েছে। পয়লা

ফেব্রুয়ারি থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে বলে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা

পরিচালক (অতিরিক্ত সচিব) জাকীর হোসেন জানিয়েছেন। রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষ বলছে, পানির দাম তিন গুণ বাড়ানো হলেও তা উৎপাদন ব্যয়ের চেয়ে কম। বর্তমানে এক হাজার লিটার পানি উৎপাদনে তাদের খরচ হয় ৮ টাকা ৯০ পয়সা। আর তিন গুণ বাড়ানোর পরও আবাসিক এলাকার গ্রাহক পর্যায়ে পরিশোধ করতে হবে ৬ টাকা ৮১

পয়সা। রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকীর হোসেন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর করা হয়েছে। আমরা দু-তিন মাস পরপর বিল করি। আগামী মাস থেকে নতুন বিল কার্যকর করা হবে। তিনি বলেন, পানির মূল্য না বাড়ালে ওয়াসা চালানো কঠিন। কারণ বিদ্যুৎ বিলের টাকাও উঠছিল না। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাও রয়েছে। সারাবছর পানি সরবরাহ করে ওয়াসা পাঁচ কোটি টাকা রাজস্ব পায়। কিন্তু বছরে বিদ্যুৎ বিল আসে আট কোটি টাকা। কর্মকর্তা-কর্মচারীদের বেতনসহ বছরে খরচ হয় ২৩ কোটি টাকা। ঘাটতি কমিয়ে সেবার মান বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button