বিনোদন
‘মারা গেছেন’ পর্ন তারকা মিয়া খলিফা






লেবানিজ-আমেরিকান পর্ন তারকা মিয়া খলিফা মারা গেছেন। অন্তত





তার ফেসবুক প্রোফাইল তাই বলছে। প্রোফাইল হ্যাক হয়েছে কি না





জানা না গেলেও, কোনো এক অজ্ঞাত কারণে তার ফেসবুক প্রোফাইলটি মেমোরিয়াল পেজে পরিণত হয়েছিল। মিয়ার ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, তার প্রোফাইলের সব ছবি এবং ভিডিও মুছে গেছে। তবে এ ঘটনা সম্পর্কে মিয়ার তরফ থেকে এখনো কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি।