আলোচিত খবর

শাহিদের সঙ্গে রাত কাটানো যেন দুঃস্বপ্ন: কঙ্গনা

বলিউডপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যাঁর সঙ্গে কঙ্গনা রানাউতের

সম্পর্ক ভাল। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন

স্বজনপোষণের অভিযোগ তুলে। এক সাক্ষাৎকারে শাহিদ কপূরের সম্পর্কে নানাবিধ কথা বলেন কঙ্গনা। বিশাল ভরদ্বাজের ছবি ‘রঙ্গুন’-এর শ্যুটিংয়ের সময়ে একটি জঙ্গলের মাঝে তাঁবু খাটিয়ে থাকা হয়েছিল দিন কয়েক। একই তাঁবুতে রাত কাটাতে হয়েছিল কঙ্গনা-শাহিদকে। সেই সব দিনগুলি নাকি কঙ্গনার কাছে ‘দুঃস্বপ্ন’- এর সমান। কঙ্গনার

অভিযোগ, প্রতি দিন সকালে তাঁর ঘুম ভাঙত কান ফাটানো গানে। শাহিদ নাকি সকাল সকাল জোরে গান চালিয়ে শরীরচর্চা করতেন। শাহিদের জ্বালায় কঙ্গনা অন্য তাঁবুতে চলে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন কলাকুশলীদের। কিন্তু তাঁর সে আর্জি পূরণ করা হয়েছিল কিনা তা খোলসা করেননি এই ‘কুইন’।

Related Articles

Back to top button