আলোচিত খবর
ব্রেকিং- ৩০০ পৃষ্ঠায় সিনহা হত্যার রায় কি হল ?






কক্সবাজারের আলোচিত সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার





রায় পড়া শুরু করেছে আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বেলা





আড়াইটার কিছু আগে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলএজলাসে বসেন। আসামিদের নাম ডাকার পর ৩০০ পৃষ্ঠার রায় পড়া শুরু





করেন বিচারক। এর আগে বেলা ২টায় একটি প্রিজন ভ্যানে করে ১৫ আসামিকে কারাগার থেকে কক্সবাজারের জেলা আদালতে নিয়ে আসা হয় কঠোর নিরাপত্তার মধ্যে। পরে লাইন ধরে তাদের নিয়ে যাওয়া হয় এজলাস কক্ষে, দাঁড় করানো হয় কাঠগড়ায়। এ মামলার প্রধান দুই আসামি হলেন- টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী।