আলোচিত খবর
নিপুণের কাছে চুমু চাওয়ার বিষয়ে এ কি বললেন পীরজাদা হারুন






সদ্য অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনারের





দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন





সাধারণ সম্পাদক পদের পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নিপুণ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুইটা চুমু চেয়েছিলেন। সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল।





উনাকে (পীরজাদা হারুন) থাপড়ানো উচিত। কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি। তাকে সিনেমা-নাটকে কোনোদিন নেওয়া উচিত নয়।’ এদিকে এ বিষয়ে জানতে চাইলে পীরজাদা হারুন বলেন, ‘এটা সত্য নয়। প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনার কাছে? একটা ফান করেছি। ফানটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণের ঠিক হয়নি।’