চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান






তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান।





তবে তিনি জয়ী হয়েও জয় উদযাপন করছেন না। আজ শনিবার সন্ধ্যায়





এফডিসিতে নবনির্বাচিত এই সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। কারণ আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। মিশা সওদাগরের সঙ্গে আমার চার বছরের যাত্রা। এই চার বছর মিশা ভাই আর আমি স্বামী স্ত্রীর মতো ছিলাম। আমার আর তার মধ্য দারুণ বোঝাপড়া। আমরা একে অপরের কাজের পাল্সটা বুঝতে পারি। তার জন্য খুবই মন খারাপ আমার।’ এদিকে, নিপুণের আপিলের পর ভোট পুনর্গণনার আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট। জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের নিপুণ অভিযোগ করেন- তাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে?