আলোচিত খবর

দীঘির বাবার পরাজয়!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে

শনিবার (২৯ জানুয়ারি) সকালে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত

হয়েছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান। এই নির্বাচনে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বাবা অভিনেতা সুব্রত। মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সম্পাদক পড়ে লড়েছিলেন তিনি। তবে নির্বাচনে জয়ের মুখ দেখতে পাননি। ঘোষিত ফলাফল

থেকে জানা যায়, সুব্রত পেয়েছেন ১২৭ ভোট। সুব্রতকে পরাজিত করেছেন এ প্রজন্মের নায়ক সাইমন সাদিক। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে অংশ নিয়ে ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে এবারই প্রথম ভোট দিয়েছিলেন দীঘি। যদিও তিনি ছোটবেলা থেকেই সিনেমায় কাজ করেন। তবে বাবার পরামর্শে অতীতে ভোটার হননি। কিন্তু দীঘির প্রথম ভোটে পরাজিত হলেন তার বাবা। ভোটের দিন দীঘি বলেছেন, ‘এবার একটু বেশি টেনশন কাজ করেছে। প্রতিবারই হয় এই টেনশনটা। এবার কেন জানি দায়িত্ব থেকে একটু বেশি টেনশন কাজ করেছে। হার-জিৎ তো অবশ্যই আছে। বাবাকে আমি কখনও হারতে দেখিনি। হয়তো বা খুবই কম জিনিসটা। একবার কী দু’বার এরকম হয়েছে। বাবা না আসলে যে আসবে, তার কাছে আমি এতটুকু প্রত্যাশা রাখি, সে যাতে বাবার মতোই থাকে।

Related Articles

Back to top button