ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ – কাঞ্চন ২২০, মিশা ১৪৫ নিপুন ২৭০, জায়েদ ৯৫






বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠেয়





নির্বাচনের ভোট গণনা চলছে। এবারের নির্বাচনে কারা জয়ী হচ্ছেন





তা জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত। নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা শুরু হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি, রাত একটার মধ্যে ফলাফল সবাইকে জানিয়ে দিতে পারব। চলচ্চিত্র
শিল্পী সমিতির নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। এবার দুটি প্যানেল নির্বাচনে





অংশ নিয়েছে। একটি কাঞ্চন-নিপুণ এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল। প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবারের ভোট গ্রহণ। দুই পক্ষই নির্বাচনের ফল নিয়ে আশাবাদী। চলচ্চিত্র শিল্পী সমিতির অন্য সময়ের নির্বাচন নিয়ে আগেভাগে অনুমান করা গেলেও এবার কেউ তা পারছেন না। মিশা সওদাগর বলেছেন, জয়ের ব্যাপারে তিনি ৬০ ভাগ আশাবাদী। অন্যদিকে জায়েদ খান মনে করছেন, তিনি তার মেয়াদে কাজ করেছেন। তাই শিল্পী সমিতির সদস্যরা তাকে ভোট দেবেন।
ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদ – কাঞ্চন ২২০, মিশা ১৪৫ নিপুন ২৭০, জায়েদ ৯৫