শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ কে জয়ী হল দেখে নিন






জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনেরে





ভোটগ্রহণ শেষ হলো বিকেল ৫টা ১৬ মিনিটে। শুক্রবার ( ২৮ জানুয়ারি)





সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই শিল্পীর আনাগোনায়





মুখরিত হয়ে ওঠে বিএফডিসি। একে একে সকল ভোটার হাজির হয়েছেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল। সাধারণ সম্পাদক পদে





জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম
অভিনন্দন ও শুভেচ্ছা নব নির্বাচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি বাংলাদেশ নিরাপদ সড়ক সভাপতি বাংলাদেশ খ্যাতিমান অভিনেতা জনাব,ইলিয়াচ কাঞ্চন সাধারণ সম্পাদক জনপ্রিয় অভিনেত্রী নিপুণ কে।
শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ। এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে মোট ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৪ জন। এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।