আলোচিত খবর
নারায়ণগঞ্জে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট






নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুর এলাকার অলিম্পিক বিস্কুট





ফ্যাক্টরির বিপরীতে জাহিন গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে,





বিকলে নাড়ে চারটার দিকে আগুন লাগে। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট কাজ করতেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সাড়ে চারাটর দিকে জাহিন গার্মেন্টসে আগুন লাগে। তিনটি দোতলা ভবন-এর প্রথম এবং দ্বিতীয় তলা গুলোতে আগুন জ্বলছে। এই রির্পোট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।