বিনোদন

বাইরে একদল লোক দাঁড়িয়ে আছে, আমি ভয় পাচ্ছি: জায়েদ খান

কঠোর নিরাপত্তায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪

মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)

শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ একটি প্যানেল গঠন করেছেন এবং অন্য প্যানেলে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। এদিকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাধারণ সম্পাদক পদের প্রার্থী চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমি যেহেতু কাজ করেছি। আমাকে শিল্পীরা ভোট দেবেই। তিনি আরও বলেন, আমি সকাল থেকে দেখছি ভোট ঠিক হচ্ছে কিন্তু বাইরে একদল লোক দাঁড়িয়ে আছে। তারা কারা? বহিরাগত একদল লোক ঢোকার চেষ্টা করছে। আমি বিষয়টি নিয়ে ভিত-সন্ত্রস্ত্র। আমি ভয় পাচ্ছি। তবে আশার বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে

সজাগ। তিনি আরও বলেন, খন পর্যন্ত ভোটার কম। জুমার পর বাড়বে। আমিও জুমার নামাজ পড়ে ভোট দেবো। আমরা সবাই শিল্পী। আনন্দ করে নির্বাচন করছি। জায়েদ খান বলেন, বাইরে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও দিনশেষে আসলে ভোট দেবেন শিল্পীরা। তারাই বুথে প্রবেশ করে সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন কাকে তাদের পাশে পান আর কাকে পাওয়া যায় না। ভালো-মন্দ বিচারটা ওনারা ওখানেই করে ফেলবেন। চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে লড়বেন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুই সহসভাপতি পদে আছেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, রিয়াজ, মনোয়ার হোসেন ডিপজল ও মাসুম পারভেজ রুবেল। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়িকা নিপুণ। সহসাধারণ সম্পাদক পদে সুব্রত বনাম সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে আলেক জান্ডার বো বনাম শাহনূর, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী বনাম নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান বনাম জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন বনাম মামনুন হাসান ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান বনাম ফরহাদ। এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্যদের পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে মোট ২২ জন এবং স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন- অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমণি, ফেরদৌস, বাপ্পরাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।

Related Articles

Back to top button