আন্তর্জাতিক

তুষারপাতে বিপর্যস্ত তুরস্ক, ছিন্নমূলদের আশ্রয়ে খুলে দেয়া হলো ৭১টি মসজিদ

প্রবল তুষারপাতের কবলে পড়েছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। তীব্র

তুষারপাতের কারণে প্রায় একঘণ্টা বন্ধ ছিল ইস্তাম্বুল বিমানবন্দর।

একই কারণে সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। একদিন স্থগিত থাকার পর সীমিত পরিসরে ইস্তাম্বুল আন্তর্জাতিক এয়ারপোর্টের একটি টার্মিনাল চালু হয়েছে। তবে অনেক ফ্লাইটের গতিপথ পাল্টানো হচ্ছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজার-হাজার যাত্রী। এদিকে বরফ পরিষ্কার এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে পৌঁছাতে কাজ করছে দেশটির সেনাবাহিনী। বুধবার (২৬ জানুয়ারি) ভোর পর্যন্ত আড়াই ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে দেশটির জাতীয় আবহাওয়া

অধিদফতর। মঙ্গলবার থেকে যান চলাচলের ওপর আরোপিত হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে তুর্কি কর্তৃপক্ষকে। জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতে লোকজনকে নিষেধ করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা-প্রতিষ্ঠান ও শপিং মল। ছিন্নমূলদের আশ্রয়ে ৭১টি মসজিদ খুলে দিয়েছে ইস্তাম্বুল প্রশাসন। ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগ্লু বলেন, এই ধরনের ঝড়ো পরিস্থিতিতে আমাদের নাগরিকরা বাইরে যান না। কিছু কিছু জায়গায় বরফের পরিমাণ ৮০ সেন্টিমিটারে পৌঁছাতে পারে। তবে শহরজুড়ে ৩০ থেকে ৫০ সেন্টিমিটার বরফের চাদরে ঢেকে গেছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button