আলোচিত খবর
টুকরো টুকরো করে পোড়ানো হয় কিশোরীকে!






ফরিদপুরে আগুনে পোড়া এক কিশোরীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।





তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।মঙ্গলবার (২৫ জানুয়ারি)





বিকালে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পশ্চিম বিলনালিয়া গ্রামের একটি জমিতে তার লাশ পাওয়া যায়। স্থানীয়রা ধারণা করছেন, ১২-১৩ বছর বয়সী ঐ কিশোরীকে হত্যার পর লাশ কয়েক টুকরা করে পেট্রল ঢেলে পোড়ানো হয়েছে।