বেঁচে আছেন মাহাথির মোহাম্মদ






বেঁচে আছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ।





মঙ্গলবার (২৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ওঠে।





তবে মাহাথির মোহাম্মদ সুস্থ আছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। অসুস্থ হয়ে পড়ে গত ৭ জানুয়ারি হাসপাতালে নেওয়া হয়ে মাহাথির মোহাম্মদকে। এরপর গত ১৩ জানুয়ারি বাড়ি ফিরেন তিনি। পরে আবারও অসুস্থ হয়ে পড়লে ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে তাকে। মঙ্গলবার মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো





হয়নি। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছেন মাহাথিরের মেয়ে এবং জ্যেষ্ঠ সন্তান মেরিনা মাহাথির। তিনি জানান, তার বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। সূত্র যাচাই-বাছাই না করে বাবার শারীরিক অবস্থা নিয়ে কোনও ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা সম্পর্কে সময়ে সময়ে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এবং তার পরিবার বিবৃতি দেবে বলে জানা গেছে। মালয়েশিয়ার ইতিহাসের সবচেয়ে দীর্ঘসময়ের প্রধানমন্ত্রী ও সফল রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।