আলোচিত খবর

ডিপজলকে নিয়ে যা বললেন মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে শিল্পীরা নিয়মিত

ব্যস্ত তাদের নির্বাচনী প্রচারণায়। এরই অংশ হিসেবে ২৩ জানুয়ারি (রবিবার)

এফডিসিতে অনুষ্ঠিত হয়েছে মিশা-জায়েদ প্যানেলের থাকা শিল্পীদের পরিচিতি নিয়ে।

তাদের প্যানেলে থেকেই কার্যকরী পরিষদের সদস্য পদে লড়ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। যদিও গত বারের নির্বাচনে বর্তমান প্যানেলের বিপরীতে লড়েছিলেন। তবে জেতার মুখ দেখতে না পেরে এবার মিশা-জায়েদের প্যানেল থেকেই লড়ছেন। প্রচারণার আজকের সন্ধ্যায় মিশা-জায়েদ এর প্যানেলে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন ঢাকাই সিনোমর অন্যতম জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাকে নিয়ে বেশ অনেক দিন পর কথা বলেন তিনি। ডিপজলের জন্যই মূলত তিনি মিশা-জায়েদ প্যানেলে যোগ

দিয়েছেন। মৌসুমী আরও বলেছেন, ‘ভালোবাসার বিনিময়ে মূলত ভালোবাসা দিয়েই হয়। তাই সবসময় আমি সবার ভালোবাসাই পেয়েছি। এখন আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়ে এসেছি বিগত দিনে, তা ফেরত কিকরে দেওয়া যায়? এই প্রশ্নের উত্তরটি সবারই জানা থাকার কথা। অবশ্যই একটি মাধ্যম লাগবে, সেই মাধ্যমটিই হচ্ছে এই প্যানেল। এক্ষেত্রে ডিপজল ভাই আমার গুরুজন। তার ভালোবাসাতো আমি কখনও উপেক্ষা করতে পারব না। তাই ডিপজল ভাই চেয়েছেন আমি এই প্যানেলে থাকি, আমি ভালোবাসার টানে এসেছি। আর এটা হওয়াই উচিৎ। যখন কোন সিনিয়র কোনো জুনিয়রকে কিছু বলবেন, তখন সেটা তাকে মানতেই হবে। কারণ আমি যদি সিনিয়রকে সম্মান করি, আমিও একদিন সম্মান পাব বলেই আমার বিশ্বাস।’ নির্বাচনকে কেন্দ্র করে মিশা-জায়েদ প্যানেলের জয় প্রত্যাশা করেন মৌসুমী। নিজের দলকে নিয়ে তিনি বলেন , ‘আমি চাই, আমাদের প্যানেলের প্রত্যেকেই জয়যুক্ত হোক। সবাই অনেক পরিশ্রম করেছেন। তবে এখনও কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন সবাই মিলে করতে পারে, এজন্য এই প্যানেলকে আরও একবার সুযোগ দেওয়া হোক। এর জন্যই হয়তো আমি নতুন দিনের প্রত্যাশায় এই প্যানেলে যোগ দিয়েছি। আমি প্রতিটি শিল্পী ভালো থাকুক, সুস্থ থাকুক।’

Related Articles

Back to top button