দেশের-খবর

ওমিক্রনের ১৪ লক্ষণ জেনে নিন, সতর্ক হোন

মহামারি করোনা নতুন ধরন ‘ওমিক্রন’র তান্ডবে নাজেহাল বিশ্ববাসী।

করোনার নতুন এই ধরনের কাছে টিকা নেওয়া থাকলেও কাজ হচ্ছে না তেমন।

ফলে নিজেদেরইকে অবলম্বন করতে হচ্ছে বাড়তি সতর্কতা। বিশেষজ্ঞরা বেশ

কিছু উপসর্গের কথা বলেছেন ওমিক্রনের ক্ষেত্রে। যার ১৪টি লক্ষণ জেনে নিয়ে সতর্ক থাকুন। উপসর্গ দেখা দিলে দ্রুত নিজেকে সবার থেকে আলাদা করে আইসোলেশনে থাকুন ও করোনা পরীক্ষা করে সঠিক চিকিৎসা নিন। লক্ষণগুলো হচ্ছে- • নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে • মাথাব্যথা থাকছে কিছু ক্ষেত্রে • ক্লান্তি ছাড়ছে না রোগীকে • হাঁচি হচ্ছে • গলা ব্যথাও হচ্ছে • খুব কাশি • গলা ভেঙে যাচ্ছে • কাঁপুনি হচ্ছে • জ্বর আসছে অনেকের • মাথা ঝিমঝিম করার প্রবণতা • মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতাও আছে অনেক রোগীর • পেশীতে ব্যথা • গন্ধের অনুভূতিও হারাচ্ছেন কেউ কেউ • বুকে ব্যথাও দেখা যাচ্ছে।

Related Articles

Back to top button