টস জিতে ফিল্ডিংয়ে সাকিবের বরিশাল






পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরের।





উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস জিতে





ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয় দুপুর দেড়টায়। সাকিবের বরিশাল মাঠে নামছে তিন বিদেশি ক্রিকেটার ডোয়াইন ব্রাভো, আলজারি জোসেফ ও জ্যাক লিন্টটকে একাদশে রেখে। আর ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ চট্টগ্রামের একাদশেও রয়েছেন তিন বিদেশি খেলোয়াড় – কেনার লুইস, বেন হাওয়েল ও উইল জ্যাকসন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: কেনার লুইস, শামীম হোসেন, সাব্বির





রহমান, আফিফ হোসেন, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম ইসলাম, উইল জ্যাকসন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও নাসুম আহমেদ। ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, শৈকত আলী, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ডোয়াইন ব্রাভো, জিয়াউর রহমান, আলজারি জোসেফ, জ্যাক লিন্টট, নাঈম হাসান ও সালমান হোসেন।