দেশের-খবর

ফেসবুক-ইউটিউব থেকে মাসে কত আয় করেন জানালেন হিরো আলম

বগুড়ার ডিস লাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী থেকে এখনো পুরো

দেশের মানুষের কাছে পরিচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

নিজের বিভিন্ন কাণ্ডে সামাজিক মাধ্যমগুলোতে আলোচিত-সমালোচিত হিরো আলম। তবে এসব আলোচনা-সমালোচনাকে পাত্তা না দিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। হিরো আলম একাধারে প্রযোজক, অভিনেতা, গায়ক ও সমাজ সেবক। গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। আগামী নির্বাচনেও অংশ নেবেন তিনি। সামাজিক যোগাযোগ

মাধ্যম ফেসবুকে হিরো আলমের ফ্যান পেইজে রয়েছে ১৯ লাখ ভক্ত। আর ইউটিউবে Hero Alom Official-এ সাবস্ক্রাইবার এখন ১৩ লাখের বেশি। এই দুই প্লাটফর্ম থেকেই আয় করেন হিরো আলম। ফেসবুক ও ইউটিউব থেকে কত আয় করেন হিরো আলম? এবার সেই প্রশ্নের উত্তর জানিয়েছেন হিরো আলম নিজেই। তিনি বলেন, ফেসবুক ও ইউটিউব থেকেই মূলত আমার আয়। তবে আমার এই আয় কখনো স্থিতিশীল আবার কখনও বাড়ে। তিনি বলেন, কোনো কোনো মাসে আমার ৩ লাখ টাকা আয় হয়, আবার কোনো কোনো মাসে ১ লাখ। আবার এমনও হয়েছে মাসে আমার ৫০ হাজার টাকা আয় হয়।

Related Articles

Back to top button