নির্বাচন করবেন পরীমনি






চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী





পরীমনি। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় পর্দার অভিনয়শিল্পীদের





সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। জানা





যায়, ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরীমনি। এরই মধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে প্যানেলের সদস্যদের নিয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। ওই সময় পরীমনির জন্যও মনোনয়নপত্র তোলা হয় বলে সূত্রের খবর। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে পরীমনি ছাড়াও আরও অংশ নিচ্ছেন শাকিল খান, রিয়াজ,





ফেরদৌস, সাইমন, কেয়া, ইমন, নিরব’সহ আরও কয়েকজন অভিনয়শিল্পী। তবে পূর্ণাঙ্গ প্যানেল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। উল্লেখ্য, পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন। খবরটি চাপা রেখেছিলেন তারা। এবার খবরটি সামনে আনলেন তবে একটু অন্য ভাবে। সন্তান সম্ভবনা পরীমনি। এ খবর জানার পরেই বিয়ে এবং বাচ্চার খবর সামনে আনলেন এই দম্পতি। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে ‘মা হওয়ার’ বিষয়টি পরী নিজেই নিশ্চিত করেন। পরী জানান, সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ।