আলোচিত খবর

চাচাতো ভাইদের কাছে জুতা ধার চেয়েও পাইনিঃ বাবর

পাকিস্তান অধিনায়ক বাবর আজম শেষ কয়েক বছর ধরেই পারফর্ম

করে যাচ্ছেন ধারাবাহিকভাবে। মাঠের এমন সব নজরকাড়া পারফর্ম্যান্সের

কারণে পাকিস্তান তো বটেই, দেশটির গণ্ডি ছাড়িয়ে বাইরেও তার জনপ্রিয়তা বাড়ছে ধীরে ধীরে। সম্প্রতি, দেশের কিংবদন্তি ইনজামাম উল হককে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেটের শুরুর দিনগুলোর গল্প বলেছেন। জানিয়েছেন, এত দূর আসতে কতটা চ্যালেঞ্জ তাকে জয় করতে হয়েছে। বাবর যখন অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পান, সেই সময়ের একটি ঘটনার স্মৃতিচারণ করেন ইনজামামের সঙ্গে। বাবর বলেন, প্র্যাকটিসের জন্য তার স্পোর্টস সু প্রয়োজন ছিল। কিন্তু চাচাতো ভাইদের কাছে চাইলেও তা পাননি। বাবর বলেন,

‘আমি আমার কাজিনকে বলেছিলাম জগার্স ধার দিতে, যদি তার কাছে থাকে। কিন্তু সে প্রত্যাখ্যান করে বলেছিল তার কাছে নেই।’ ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। এর বেশ আগেই পাকিস্তান দলে নাম লেখান বাবরের তিন চাচাতো ভাই- কামরান আকমল, আদনান আকমল ও উমর আকমল। বাবর যদিও তাদের কারো নাম উল্লেখ করেননি। তবে জিও নিউজের প্রতিবেদন, বাবর বলেছেন ওই ঘটনা তার মধ্যে উপলব্ধির জন্ম দেয় যে তিনি আরো অনুগ্রহ আশা করতে পারেন না। ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই কথা বলা উচিত হয়নি। আমার জুতা চাওয়া উচিত হয়নি।’- বলেন বাবর। ওই ঘটনা তাকে নিজে থেকে সবকিছু অর্জন করতে শিখিয়েছে বলে জানান বাবর, ‘আমি সিদ্ধান্ত নেই যে, আমি যদি কিছু পেতে চাই, এটা আমাকেই উপার্জন করতে হবে।’

Related Articles

Back to top button