Uncategorized

আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা: পরীমনি

মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি।

আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে, পরীর সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। তিনি জানান,

গত বছরের ১৭ অক্টোবর শরিফুল রাজকে বিয়ে করেন। নির্মাতা গিয়াসউদ্দীন সেলিমের ওয়েব ফিল্ম ‘গুণীন’–এর শুটিং করতে গিয়ে প্রেমে পড়েন তারা। এরপর বিয়ে এবং কাল বিলম্ব না করে সন্তান গ্রহণ করেছেন। পরীমনি গণমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে থেকেই টের পাচ্ছিলাম। তাই আজ হাসপাতালে গিয়েছিলাম। ডাক্তার জানালেন খুশির খবর। খবরটা শুনে রাজ আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আমাদের সন্তানের হার্ট বিট শুনেছি আমরা। মনে হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল

নারী। আমার সত্যি সত্যি ডানা মেলে উড়তে ইচ্ছে করছে। এ অনুভূতি প্রকাশ করা যায় না, বলে-লিখে বোঝানো যায় না। আমার জীবনের সেরা উপহারটি সৃষ্টিকর্তার কাছ থেকে পেতে যাচ্ছি। এদিকে সন্তানের নামও ঠিক করে ফেলেছেন রাজ-পরীমনি। তারা জানান, মেয়ে সন্তান হলে তার নাম রাখবেন রাণী, আর ছেলে হলে নাম হবে রাজ্য। সোমবার (১০ জানুয়ারি) দুপুরে পরীর সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। এরপর সেই পোস্টে পরীকে ধন্যবাদও জানান তিনি। এ বিষয়ে পরীমনি জানান, ‘গুণীন’–এর সেটে তারা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। পরীমনি বলেন, ‘কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রাজ আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। সার্বক্ষণিক আমার পাশে ছিল। সেই সময়ই আমাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। যা দ্রুত ভালোবাসায় রূপ নেয়। এরপরই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’ উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Related Articles

Back to top button