আলোচিত খবর
মা হচ্ছেন পরীমনি






ঢালিউডে আলোচিত চিত্রনায়িকা পরীমনি। আলোচনা- সমালোচনা নিয়েই





তার ক্যারিয়ার। ফের খবরের শিরোনাম হলেন এই তারকা অভিনেত্রী। মা হতে





যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। আজ সোমবার দুপুরে তিনি নিজেই এ খবর জানালেন। সন্তানের বাবা অভিনেতা শরিফুল পরীমনি জানান, গিয়াসউদ্দীন সেলিমের ছবি ‘গুণীন’–এর সেটে তাঁরা প্রেমে পড়েন। তিন দিন আগে পরিচালককে মিষ্টি খাইয়ে বিয়ের খবর জানিয়েছেন পরীমনি। ঘটনাটি নিশ্চিত করেছেন সেলিম নিজেই। আজ দুপুরে রাজের ফেসবুক আইডি থেকে পরীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ নিজেই। জানা গেছে, দেড় বছর কাজ করবেন না পরী।