অণ্ডকোষ চেপে ধরে যুবকের প্রাণ কেড়ে নিল প্রতিবেশী






টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জেরে অণ্ডকোষ চেপে রুবেল





আহমেদ নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।





শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ৩৬ বছর বয়সী রুবেল একই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, রুবেলদের সঙ্গে বিরোধপূর্ণ একটি জমিতে ঘর তোলার চেষ্টা করেন প্রতিবেশী মুন্তাজ আলী, লুৎফর আলী, লাল মাহমুদ, হাবিবুল্লাহসহ ১৫-২০ জনের একটি দল। তবে স্থানীয় বনবিভাগ তা বন্ধ করে দেয়। বনবিভাগের সঙ্গে রুবেলের যোগাযোগ আছে- এমন সন্দেহে শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে তার ওপর আক্রমণ করা হয়। এ সময়





চিৎকারে পরিবার ও স্বজনরা এসে রুবেলকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। নিহতের ভাই রাসেল আহমেদ বলেন, জমিজমার বিরোধের জের ধরে আমার ভাই রুরেলের অণ্ডকোষ চেপে ধরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য শনিবার টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।