লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে: কাজী হায়াৎ






বেশ কিছুদিন ধরেই অসুস্থ দেশের খ্যাতমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ।





অসুস্থতা নিয়েই বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পরিচালক সমিতির ৪০তম





প্রতিষ্ঠাবার্ষিকীতে এফডিসিতে আসেন তিনি। এসময় আবেগপ্রবণ হয়ে ৭৪ বছর বয়সী এই পরিচালক বলেন, ‘মারুফকে (ছেলে) বলেছি, আমার লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে, দাফন হবে নিজের গ্রামে।’ ১৫ বছর আগে তার প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছিল। বছর দুয়েক আগে আমেরিকায় চিকিৎসা নিতে গিয়েছিলেন





কাজী হায়াৎ। মাঝখানে কিছুটা সুস্থ হলেও বর্তমানে খুব ভালো নেই তিনি। গত সপ্তাহেও হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে ৬টি রিং পরানো হয়েছে। এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘ঢাকার বড় একটি হাসপাতালের ডাক্তার বলেছেন তাদের কিছুই করার নেই। আল্লাহ ভরসা। কাজেই সবাই আমার জন্য দোয়া করবেন। যতদিন বাঁচব সিনেমার সঙ্গে থাকবো। এই সিনেমাই আজকে আমাকে কাজী হায়াৎ বানিয়েছে।’ কাজী হায়াতের পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। বর্তমানে সরকারী অনুদানে ‘জয় বাংলা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন তিনি।