দেবরের এক ঘুষিতে প্রাণ গেল ভাবির






চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামে জমি নিয়ে বিরোধকে





কেন্দ্র করে দেবরের ঘুষিতে ভাবির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে।





এ ঘটনায় নিহত ভাবি শাহারুনের ছোট দেবর সাহেব আলীকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী সূত্র জানায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি শাহপাড়ার মুন্তাজ আলীর ছেলে মোশারফের সঙ্গে তার ছোট ভাই সাহেব আলীর বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মোশারফের স্ত্রী শাহারুন নেছা ও দেবর সাহেব আলীর বাড়ির ভেতরে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তারা দেবর-ভাবির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দেবর সাহেব আলী ক্ষিপ্ত হয়ে ভাবি শাহারনের বুকে ঘুষি মারেন। এতে শাহারন নেছা মারাত্মকভাবে আহত হন। পরিবারের সদস্যরা শাহারনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে মারা যান।