Uncategorized

বিয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর দিলেন ভিকি

সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী

ক্যাটরিনা কাইফ। গত (৯ নভেম্বর) বিকেলে রাজস্থানের জয়পুরে

তারা একে অপরের গলায় মালা পরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরপর থেকেই সহকর্মী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন নব দম্পতি। তবে, তাঁদের বিয়ে নিয়ে কৌতুহলের শেষ ছিল না অনুরাগীদের। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়া পেজে তাদের বিয়ের খবর শেয়ার করেন ভিকি ও ক্যাট। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের মেহেন্দি ও হলদির ছবিও ভাইরাল। বিয়ে সেরে মুম্বাই ফিরেছেন যুগল। কোথায় যাচ্ছেন তাঁরা হানিমুনে, তা নিয়ে শুরু হয়েছে

জল্পনা। শোনা যাচ্ছে মলদ্বীপে হানিমুনে যাবেন নয়া দম্পতি। আবার শোনা যাচ্ছে এখনই হানিমুনে যাচ্ছেন না তারা। কারণ দুজনেরই শুটিং শিডিউল রয়েছে। তাদের বিয়ের কারনে বন্ধ ছিল শুটিং। বিয়ের রেশ এখনও কাটেনি তারই মাঝে সুখবর দিলেন ভিকি কৌশল। সোমবার ভিকি শেয়ার করলেন তাঁর আগামী ছবির খবর। সোমবার পরিচালক প্রযোজক মেঘনা গুলজারের জন্মদিন। সেইদিনই ভিকি ঘোষণা করলেন তাঁর আগামী ছবি ‘সাম বাহাদুর’-এর দুই প্রধাণ অভিনেতার নাম। দঙ্গলের পর ফের এই ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ফতিমা সানা শেখ। ফিল্ড মার্শাল সাম মানেকশর চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল। তাঁর স্ত্রী শিল্লু মানেকশর চরিত্রে অভিনয় করবেন সানিয়া মালহোত্রা ও ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন ফতিমা সানা শেখ। ছবিটি পরিচালনা করবেন মেঘনা গুলজার। প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর বিয়ে করেছেন ভিকি ও ক্যাটরিনা। বহুল আলোচিত এই বিয়ে নিয়ে আলোচনার অন্ত ছিল না। ১২০ জন অতিথি অংশ নিয়েছিল বিয়েতে। তাদেরকে মানতে হয়েছে কড়া নিয়মকানুন। বিয়ের অনুষ্ঠানস্থলে অতিথিদের ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ ছিল। দেখাতে হয়েছে কোভিড-১৯ টিকা গ্রহণের সার্টিফিকেট ও করোনা নেগেটিভ রিপোর্ট। গোপনীয়তার সর্বোচ্চ চেষ্টা করলেও নানাভাবে তাদের বিয়ের তথ্যগুলো ঠিকই গণমাধ্যমে প্রকাশ হয়ে যায়।

Related Articles

Back to top button