বন্ধুদের সহযোগিতায় প্রাক্তন স্ত্রীকে রাতভর ধর্ষণ করে মামুন






মাদারীপুরের কালকিনিতে অস্ত্র ঠেকিয়ে প্রাক্তন স্ত্রীকে তুলে নিয়ে





বন্ধুদের সহযোগিতায় ধর্ষণের অভিযোগ উঠেছে মামুন নামে একজনের বিরুদ্ধে।





এ ঘটনায় মামলা করতে থানায় হাজির হয়েছেন ভুক্তভোগী তরুণী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঐ উপজেলার সিডিখান ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার তরুণী ও তার স্বজনদের অভিযোগ মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। অভিযুক্ত মামুন সরদার একই ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার অজেদ সরদারের ছেলে। ঘটনার পর থেকে মামুন ও তার বন্ধুরা পলাতক। জানা গেছে, ঐ তরুণী দাঁতের ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ভ্যানের জন্য অপেক্ষা করছিল। ঐ সময়





অটোরিকশা নিয়ে হাজির হয় তার প্রাক্তন স্বামী মামুন সরদার ও অজ্ঞাত কয়েকজন। তারা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ এলাকায় একটি বাসায় নিয়ে যায়। পরে বন্ধুরা চলে গেলেও প্রাক্তন স্ত্রীকে রাতভর ধর্ষণ করে মামুন। ধর্ষণের শিকার তরুণীর স্বজনরা জানান, শনিবার সকালে মেয়েটিকে চোখ বাঁধা অবস্থায় কলেজের সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সে। পরে ওই তরুণী তার পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে অভিযুক্তদের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করতে যান। কিন্তু ঘটনা শুনে মামলা নিতে গড়িমসি শুরু করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মামুন সরদারের সঙ্গে পারিবারিকভাবে ওই তরুণীর বিয়ে হয়। পরে ২০২০ সালের জানুয়ারিতে দাম্পত্য কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। এ দম্পতির একটি সন্তান রয়েছে। কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল বলেন, মামলা নিতে গড়িমসি করা হচ্ছে এ কথা সঠিক না। ভিকটিম ও তার পরিবারের সদস্যদের বলছি থানায় এসে এজাহার দিলে মামলা নেওয়া হবে। ভিকটিম ঘটনার স্থান ঠিক না করায় একটু দেরি হচ্ছে। মূলত মামলা নিতে হলে ঘটনা কোথায় ঘটছে আগে জানতে হবে। মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে এক যুবতী থানায় এসেছে। মূল অভিযোগ তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। পুলিশকে বলা হয়েছে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ডভুক্ত করতে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।