Uncategorized

গায়ে হলুদে নজর কাড়লেন ভিকি-ক্যাটরিনা

কঠোর গোপনীয়তা বজায় রেখে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেতা

ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত (৯ নভেম্বর) বিকেলে

রাজস্থানের জয়পুরে তারা একে অপরের গলায় মালা পরিয়ে বিবাহবন্ধনে

আবদ্ধ হন। বিয়ের পরপরই বর ভিকির সঙ্গে নিজের ছবি প্রকাশ করেন নববধূ ক্যাটরিনা। সেই ছবি ঝড় তুলে সোশ্যাল মিডিয়ায়। সহকর্মী থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসেন নব দম্পতি। বিয়ের ছবির পর এবার প্রকাশ্যে এলো ভিকি ও ক্যাটরিনার গায়ে হলুদের ছবি। শনিবার (১১ ডিসেম্বর) ক্যাটরিনা নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন হলুদ মাখা নজরকাড়া ছবি। তার উচ্ছ্বল হাসি বলে দেয়, ভালোবাসার মানুষকে বিয়ে করে কতটা খুশি তিনি। ব্যতিক্রম নন ভিকিও। ক্যাটরিনাকে

বিয়ে করে তার উচ্ছাসও নজরে পড়েছে সকলের। এদিকে গায়ে হলুদের ছবি প্রকাশ করে ক্যাপশনেও ক্যাটরিনা লিখেছেন, ‘শোকর, সবর (ধৈর্য), খুশি।’ গায়ে হলুদের ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে। মুহূর্তেই বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের হট টপিকে পরিণত হয়েছে। ক্যাটরিনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা গেল, আপলোডের পর মাত্র ২৫ মিনিটে ছবিগুলোতে রিঅ্যাকশন ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে বাড়ছে ঝড়ের বেগে। বোঝাই যাচ্ছে, এমন রূপে ক্যাটকে দেখে মুগ্ধ নেটবাসী। উল্লেখ্য, বছর দুয়েক প্রেম করার পর বিয়ে করলেন ভিকি ও ক্যাটরিনা। তাদের প্রেম নিয়ে গুঞ্জন ছিল বটে। তবে সেই প্রেম যে পরিণতি পেয়ে বিয়েতে গড়াবে, এটা অনেকেই ভাবতে পারেননি। কিন্তু লোকের ভাবনায় কী আসে যায়। তাদের হৃদয় ঠিকই আপন ঠিকানা খুঁজে নিয়েছে। গত ৭, ৮ ও ৯ ডিসেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ভিক্যাটের বিয়ে। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন এ দম্পতি। এরপর যে যার মতো শুটিংয়ে ফিরবেন।

Related Articles

Back to top button