দেশের-খবর
মুরাদ বিদেশ যেতে চাইলে বাধা দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী






স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাবেক তথ্য ও





সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে যেতে চাইলে সরকার বাধা দেবে না।





বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিদেশে যাবেন কিনা সেটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের কিছু করার নাই। অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে তথ্য মন্ত্রণালয় থেকে পদত্যাগ করার পর মুরাদ হাসান বিদেশ যাচ্ছেন বলে দেশের বেশ কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বুধবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন বলে জানা গেছে। তার বিদেশ যাত্রার বিষয়ে জানতে চাইলে এমন বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।