ফাঁস হলো ভিকি-ক্যাটরিনার হানিমুন পরিকল্পনা






সম্প্রতি সময়ে আলোচনায় ছিলো বলিডের ক্যাটরিনা কাইফ





ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে। মঙ্গলবার (৭ ডিসেম্বর)





অনুষ্ঠি হয়েছে ভিকি ও ক্যাটরিনার সংগীত অনুষ্ঠান। রাজস্থানের সওয়াই মাধেপুরে জাঁকজমক বিয়ে হবে এই জুটির। হানিমুনে কোথায় যাবেন তারা সেটা নিয়ে বলিউডে বয়ে বেড়াচ্ছেল নানা সংবাদ। খবর সংবাদ প্রতিদিনের। শোনা যাচ্ছে, রিশেপসনের পরেই মালদ্বীপে হানিমুনের জন্য উড়ে যাবেন ভিকি ও ক্যাটরিনা! ক্যাটরিনার পছন্দেই মালদ্বীপে





হানিমুনের প্ল্যান করেছেন ভিকি। ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তারা মালদ্বীপেই থাকবেন। ফিরে আসলে মুম্বাইয়ে নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্থ হয়ে পড়বেন। এমনও শোনা যাচ্ছে তাদের নিয়ে সিনেমা করার প্ল্যান ও করেছে বলিউডের এক বড় প্রযোজক সংস্থা। বলিউডে জোর গুঞ্জন, একটি অনলাইন সংস্থা নাকি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ভিক্যাটের বিয়ের ছবি এবং ভিডিও। সে কারণেই নাকি রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ভিক্যাটের বিয়ের আসরে আমন্ত্রিতদের ছবি তোলার ক্ষেত্রে জারি কড়া বিধিনিষেধ।