Uncategorized

টাকার মালা গলায় পড়ে চেয়ারম্যান প্রার্থীর মিছিল

বায়েজীদ আকন্দ, শ্রীপুর (গাজীপুর) থেকে: গাজীপুরের শ্রীপুর

উপজেলার বরমী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী টাকার মালা

গলায় পড়ে মিছিল করে। মিছিলের এমন একটি ছবি মঙ্গলবার ফেসবুকে ভাইরাল হয়। চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন টাকার মালা গলায় দিয়ে মিছিলের নেতৃত্ব দেন। গাজীপুরের শ্রীপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেনের এমন মিছিল নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। জানা যায়, টাকার মালা গলায় পরে মিছিলে নেতৃত্ব দেওয়া ওই প্রার্থীর নাম তোফাজ্জল হোসেন। তিনি শ্রীপুরের বরমী ইউপির মেম্বার এবং

ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার ঘোষণা করে আওয়ামীলীগের মনোনয়ন দাবী করেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থীতা ঘোষনা দেন। ৬ (ডিসেম্বর) তাঁর নিজ বাড়ী মাইজপাড়া গ্রাম থেকে অর্ধসহস্রাধিক লোক নিয়ে পায়ে হেঁটে বরমী বাজার হয়ে বৃষ্টির মধ্যে প্রায় তের কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। এসময় তিনি নির্বাচনের মনোনয়ন ফরম দাখিল করেন। টাকা দিয়ে মালা তৈরি করে গলায় পড়ে মিছিল করায় অনেকটাই সমালোচনার মুখে পড়েছেন তিনি। বরমী ইউনিয়নের বাসিন্দা সোহেল রানা বলেন, ওই প্রার্থীর গলায় তিনি বিভিন্ন মূল্যমানের অনেক নোট মালার মধ্যে ঝুলতে দেখেছেন। তিনি আরও বলেন, বিষয়টি খুবই দৃষ্টিকটু। টাকাকে এরূপ বিকৃতভাবে তিনি উপস্থাপন করতে পারেন না। বরমী ইউনিয়নের আরেক ভোটার নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, বহু বছর আগে টাকার মালা গলায় দিয়ে এ ধরনের মিছিলের সংস্কৃতি দেখা যেত। আধুনিক সময়ে এসে এ ধরনের আচরণ বেমানান। টাকার মালা গলায় দেওয়ার বিষয়টি মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, ‘আমি মিছিল নিয়ে শ্রীপুরে যাচ্ছিলাম। শ্রীপুর-বরমী সড়কের ঘুন্ডিগর এলাকায় এক সমর্থক আবেগের বশবর্তী হয়ে টাকার মালা তৈরি করে আমার গলায় পড়িয়ে দেয়। পরে আমি মালাটি খুলে ফেলি। কে বা কাহারা ছবি তুলে এটি ছড়িয়ে দিয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক বলেন, নির্বাচনের কোনো প্রার্থীর টাকার মালা গলায় দিয়ে এ ধরনের মিছিল করা অশোভন।

Related Articles

Back to top button