Uncategorized

শর্তসাপেক্ষে বিয়ে করবেন সাইফ-কন্যা!

বিশেষ শর্তসাপেক্ষে বিয়ে করবেন সারা আলি খান। কিন্তু কী সেই শর্ত?

যে শর্ত মানলেই তিনি বিয়ে করবেন। সাম্প্রতিক সারার ছবি

‘আতরঙ্গি রে’-র প্রচারে তাঁর বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ছবির মতো আমি পালিয়ে বিয়ে করতে চাই না। “আমার ঘরে মা আছে, ঘর মানেই মা। কোথাও পালিয়ে গেলেও সেখান থেকে ফিরে আসবো। মাকে ছেড়ে কোথাও যাওয়ার ক্ষমতা আমার নেই।’’ তবে যে যে পুরুষ তাঁর এবং তাঁর মায়ের সঙ্গে থাকতে

পারবেন, সাইফ-কন্যা তাঁকেই বিয়ে করবেন। সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিয়ে বিচ্ছেদ হয় যখন, তখন সারার বয়স ৯ বছর। সারা ২০০৪ সাল থেকে সে এবং তার ভাই ইব্রাহিমের সঙ্গে আলাদা বাড়িতে থাকেন তাদরে মা অমৃতা। তাই মা ছাড়া মেয়ে যেন অন্ধ। তাঁর সাম্প্রতিতম সাক্ষাৎকারেও সেই উদাহরণই মিলল।

Related Articles

Back to top button