শ্রীলেখার খোলামেলা ফটোশুটের ভিডিও ভাইরাল






লিউডের আলোচিত অভিনেত্রীদের একজন শ্রীলেখা মিত্র। তার সকল





কর্মকাণ্ডেই যেনো আলোচনার খোড়াক সৃষ্টি করে ভক্তদের মাঝে।





খোলামেলা পোশাক নিয়ে যেমন কারো ধার ধারেন না, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে এই অভিনেত্রীর। বছর জুড়েই এসব বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি। এবার তার একটি ফটোশুটের ছবি ও ভিডিওকে কেন্দ্র করে চলছে আলোচনা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রীলেখার ফটোশুটের এই ভিডিও। গত ২৮ নভেম্বর শ্রীলেখা তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়—নিন্দুনের মুখে ছাই ঘষে ৫০ বছর বয়েসে আবেদনময়ী রূপে হাজির





হয়েছেন শ্রীলেখা। কখনো শাড়িতে, কখনো ফ্যাশনেবল পাশ্চাত্য পোশাকে, কখনো বা ব্রাইডাল লেহেঙ্গায় কনের সাজে ক্যামেরাবন্দি হয়েছেন শ্রীলেখা। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেন—‘অবশ্যই আমি আমার শরীরের এই ভাঁজগুলোর মালিক। ভালোবাসাই আমার ধর্ম।’ শ্রীলেখার এই ফটোশুট নিয়ে দারুণ আলোচনা হচ্ছে ফেসবুকে। তবে এবার নেতিবাচক মন্তব্যের আধিক্য নেই। বরং প্রশংসায় ভাসছেন তিনি। শ্রীলেখা মিত্রর পরবর্তী সিনেমা ‘ন্যায়-জাজমেন্ট ডে’। এ সিনেমার লুক সামনে এনেছেন তিনি। সিনেমাটিতে শ্রীলেখার লুক নিয়েও কিছুদিন ধরে চলছে আলোচনা। তা ছাড়া অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’ সিনেমার কাজ শেষ করেছেন শ্রীলেখা। তারকাখচিত এই সিনেমায় আরো অভিনয় করেছেন—সব্যসাচী চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার, গৌরব চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।