দেশের-খবর

নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইন্সপেক্টর

আবুল হোসেন, সিলেট থেকে: সিলেট আদালতে নিজ কক্ষে নারী

কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে শাস্তির মুখে পড়েছেন

এক পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর)। বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ ওই পুলিশ পরিদর্শককে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। অভিযুক্তের নাম প্রদীপ কুমার দাস। তিনি মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন। প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ

কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের। এছাড়া প্রদীপের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদিপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি সম্পর্কে জানতে ওই নারী পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর কোন ধরনের কথা না বলেই ফোনটি কেটে দেন। এদিকে ওই ইন্সপেক্টরক ক্লোজড বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিশারুল আরিফ। তিনি জানান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া তাকে ক্লোজড করা হয়েছে। ইন্সপেক্টর প্রদীপকে পুলিশ লাইনে ও নারী কনস্টেবলের ছুটি বাতিল করা হয়েছে।

Related Articles

Back to top button