নাতিকে জেতাতে ভ্যানে চড়ে ভোট দিতে আসলেন শতবর্ষী কমেলা খাতুন






শতবর্ষী কমেলা খাতুন। বয়সের ভারে হাঁটাচলাও করতে পারেন না।





প্যারালাইজড হয়ে সারাদিন শুয়ে থাকতে হয় তাকে। কিন্তু ইউনিয়ন





পরিষদ নির্বাচনে ভ্যানে করেই ভোট দিতে ভোটকেন্দ্রে চলে আসেন তিনি। ভোট দেন নিজের পছন্দের প্রার্থীকে। রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে তিন টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার খাসকররা ইউনিয়নের হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন শতবর্ষী এ বৃদ্ধা। শতবর্ষী এই বৃদ্ধা আলমডাঙ্গা উপজেলার খাসকররা





ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত তাহেজ উদ্দিনের স্ত্রী। তার পুত্রবধু মিনি খাতুন জানান, শ্বাশুরী শতবর্ষী কমেলা খাতুন দীর্ঘদিন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে রয়েছেন। অসুস্থ হলেও তার নাতিকে জেতাতে নিজের ভোট দিতে ভোটকেন্দ্রে এসেছেন। কমেলা খাতুনের নাতি ছেলে বখতিয়ার হোসেন মোরগ মার্কায় মেম্বার প্রার্থী হয়ে ভোট করছেন। শতবর্ষী কমেলা খাতুন বলেন, বয়স হয়েছে। হয়তো এটাই জীবনের শেষ ভোট। তাই ভোট দিতে আসছি। আর জীবনে ভোট দিতাম পারুম কি না। নাতিকে জেতাতে এইবার ভোট দিতে আইলাম। উল্লেখ্য আলমডাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নে তৃত্বীয় ধাপের নির্বাচন চলছে। এ নির্বাচনে ১৩ টি ইউপিতে ভোটার রয়েছে ২ লাখ ২৫ হাজার ৫০৩ জন।