Uncategorized

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় যুবককে এসিড ছুড়ল দুই সন্তানের মা

ভারতের কেরালা রাজ্যে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবককে

এসিড নিক্ষেপ করেছেন শিবা নামে এক নারী। ৩৫ বছর বয়সী ওই নারী দুই

সন্তানের জননী। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এসিডদগ্ধ অরুণ কুমার (২৮) রাজ্যের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে এবং শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর সঙ্গে অরুণের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। তবে তিনি জানতেন না যে ওই নারী বিবাহিত বা তার দুটি সন্তান

রয়েছে। বিষয়টি জানার পর অরুণ ওই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। আর তখনই ওই নারী অরুণকে বিয়ের জন্য জোরাজুরি করতে থাকেন। কিন্তু অরুণ এতে রাজি না হওয়ায় শিবা তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং টাকা দাবি করেন। গত ১৬ নভেম্বর অরুণ তার ভগ্নিপতি ও এক বন্ধুকে নিয়ে শিবাকে তার দাবিমতো টাকা দিতে আদিমালি মন্দিরে যান। ওই মন্দিরের এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, অরুণ ও শিবা পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ তিনি অরুণকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারেন। এতে তার মুখমণ্ডল ঝলসে যায়। আর এই এসিড মারতে গিয়ে শিবাও সামান্য আহত হন। এ ঘটনার পর অরুণ প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে রাজ্যের একটি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসক জানার, অরুণ দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন।

Related Articles

Back to top button