Uncategorized

দুজনের হঠাৎ দেখা বিমানে!

দুজনের গন্তব্যস্থল ছিল ভিন্ন। কিন্তু যাওয়ার পথে দেখা হলো

একই বিমানে। একজন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

অন্যজন বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। শনিবার (২০ নভেম্বর) সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারী জেলার সৈয়দপুরে যাচ্ছেন দু’জন। সেখানে দেখা হয়ে যায় তাদের। শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দুইটি ছবি ফেসবুকে পোস্ট করে অপু বিম্বাস ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকা থেকে সৈয়দপুর সঙ্গে দিপু আপা’। যদিও ছবি প্রকাশের পর প্রথমে বোঝা গিয়েছিল একসঙ্গে একই কোনো কাজে যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি যাচ্ছেন রংপুরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি কর্মশালা ও কারমাইকেল কলেজ পরিদর্শন করবেন তিনি। অন্যদিকে অপু বিশ্বাস যাচ্ছেন ব্যক্তিগত কাজে।

Related Articles

Back to top button